মাদকাসক্ত যুবলীগ নেতাকে নিরাময় কেন্দ্রে প্রেরণ


প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৬ জুন ২০১৬

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা ফজলুল হক বাচ্চুকে আটকের পর মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে পুলিশ। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করার শর্তে জিম্মায় দেয়া হয়েছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল।

জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক বাচ্চু একজন মাদকাসক্ত। মাঝে মধ্যেই তার বিরুদ্ধে নিজ এলাকায় মাতলামির অভিযোগ ওঠে। মাতলামি করার অভিযোগে বুধবার রাতে পুলিশ তাকে আটক করে। এরপর তার মেয়ের জামাই আব্দুল হামিদের জিম্মায় পুলিশ রাতেই তাকে বগুড়া শহরের নামাজগড়ের এক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, মাতাল অবস্থায় কোনো অঘটন ঘটাতে পারে এমন অভিযোগ পেয়ে কাউন্সিলর ফজলুল হক বাচ্চুকে আটক করা হয়। তার বিরুদ্ধে উচ্ছশৃঙ্খল আচরণের অনেক অভিযোগ রয়েছে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করার শর্তে মেয়ের জামাইয়ের জিম্মায় যেতে দেয়া হয়েছে তাকে।

উল্লেখ্য, কাউন্সিলর বাচ্চু এক মাস আগে বগুড়া জেলা যুবলীগ কার্যালয়ে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদকের হাতে ফুলের তোড়া দিয়ে যুবলীগে যোগদান করেন। নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডেও যুবলীগের দায়িত্বে ছিলেন তিনি।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।