টেকনাফ থেকে পাচারকালে নারী-পুরুষসহ ২৯ জন উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২২ অক্টোবর ২০২৫

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারকালে নারী-পুরুষসহ ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি। এসময় তিন পাচারকারীকে আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ মহেশখালীয় পাড়ার মৃত মোজাহার মিয়ার ছেলে মো. সেলিম (৩৫), মুজিবুর রহমানের ছেলে মো. নুরুল আবছার (১৯) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের করিমুল্লাহ ছেলে মনসুর আলম (২২)।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মানবপাচার ও অপহরণকারী চক্র পাহাড় এবং সমুদ্র সৈকত ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে জিম্মি করে সাগর পথে মালয়েশিয়া পাচার করছে। এসব গ্রুপের বিরুদ্ধে পাহাড় ও সাগরে বিজিবির কঠোর অভিযান জোরদারের ফলে মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবির সফলতা এসেছে।

মঙ্গলবার দুর্গম পাহাড়ে পাচারকারী চক্রের আস্তানা গুঁড়িয়ে দিয়ে জিম্মি উদ্ধারের পর, খবর আসে বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে মেরিন ড্রাইভ সৈকত এলাকা দিয়ে গভীর সাগরে পাচারের মুহূর্তে নারী-পুরুষ ও শিশুসহ ২৯ জন নিরীহ ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এসময় তিন মানব পাচারকারী আটকের পরে তাদের কাছ থেকে এক টি চাকু, একটি মোটরসাইকেল ও একটি ইঞ্জিনচালিত সাম্পান উদ্ধার করা হয়।

উদ্ধার ২৯ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটক তিন মানব পাচারকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন। বিজিবি দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং সীমান্ত স্থিতিশীলতা নিশ্চিতকরণে সদা বদ্ধপরিকর।

জাহাঙ্গীর আলম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।