চুয়াডাঙ্গা

শিক্ষিকার বাড়ির গেট-গ্রিল কেটে ২১ ভরি সোনা চুরি, আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:২৭ এএম, ২৩ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গার দর্শনায় এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার বাড়িতে চুরির ঘটনায় অভিযুক্ত মূলহোতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকারের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনরাত অভিযান চালিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ‘চিহ্নিত’ চোর, দুই স্বর্ণ ব্যবসায়ী এবং দর্শনা থেকে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা আমতলাপাড়ার কেরুজ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মনজু রানী ঘোষের বাড়িতে গত ১৪ অক্টোবর সকালে চুরির ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে তিনি বিদ্যালয়ে গেলে দুপুরে ফিরে দেখেন, বাসার কলাপসিবল গেট ও গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা ও প্রায় ২১ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।

ঘটনার পর দর্শনা থানা পুলিশ তদন্ত শুরু করে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনরাত অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বৃত্তিপাড়া গ্রাম থেকে ‘চিহ্নিত চোর’ ইসলাম (৪৩), স্বর্ণ ব্যবসায়ী তপন বিশ্বাস (৩৭) ও অর্ণব কুমার কর্মকারকে (২৭) আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দর্শনা আমতলাপাড়ার লিয়াকত আলীর স্ত্রী চায়না বেগমকেও (৩০) গ্রেফতার করে পুলিশ।

ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২১ ভরির মধ্যে অভিযুক্তরা ২টি আংটি ৪২ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে। এছাড়া তাদের কাছ থেকে ভাঙা স্বর্ণের কয়েকটি টুকরো উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার চারজনকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডে আসল চুরির রহস্য উন্মোচিত হবে।

হুসাইন মালিক/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।