ইমো প্রতারক চক্রের তিন সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৫
বিকাশ, নগদ ও ইমোর মাধ্যমে প্রতারণার অভিযোগে আটক তিনজন

নাটোরের লালপুরে বিকাশ, নগদ ও ইমো প্রতারণার মাধ্যমে অর্থ আদায়কারী একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার পানসিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছে ৬টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, নওপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন চেয়ারম্যানের ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামাণিকের ছেলে নাজমুল আলী (২০), বাচ্চু মণ্ডলের ছেলে, আ. আল বায়েজিদ (২০)।

এ বিষয়ে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি বলেন, হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। মোবাইলে প্রতারণা এবং হ্যাকিংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

রেজাউল করিম রেজা/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।