শেরপুরে ট্রাক উল্টে যাত্রী নিহত


প্রকাশিত: ১১:২৩ এএম, ২০ জুন ২০১৬

বগুড়ার শেরপুরে উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে আলতাফ হোসেন (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার বিকেল পৌনে ৪টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাফ সিরাজগঞ্জের খামারখন্দের নূরনগর গ্রামের মৃত তমছের আলী আকন্দের ছেলে। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা জানান, কম টাকায় তারা বাসের পরিবর্তে ট্রাকে করে গন্তব্যে যাচ্ছিল।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এবাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।