জয়পুরহাটে বন্দুকযুদ্ধে ১৮ মামলার আসামি গুলিবিদ্ধ


প্রকাশিত: ০২:৫০ এএম, ২৩ জুন ২০১৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ১৮ মামলার আসামি ডাকাত সর্দার সানোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ইসমাঈল হোসেন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার শিমুলতলী এলাকার জয়পুরহাট-পাঁচবিবি সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি ধারালো অস্ত্র, লোহার রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গুলিবিদ্ধ সানোয়ার হোসেন (৪৫) পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের নাছের উদ্দীনের ছেলে।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘবদ্ধ ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে ১০ রাউন্ড গুলি বর্ষণ করে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সানেয়ার হোসেনকে আটক করা হয়।

গুলিবিদ্ধ সানোয়ার হোসেনকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাশেদুজ্জামান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।