‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক বানিয়ে ছাত্রলীগকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৮ নভেম্বর ২০২৫
প্রতীকী ছবি

‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করায় এক ছাত্রলীগকর্মীকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) রাতে পরশুরাম উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ছাত্রলীগকর্মী ফেনীর পরশুরাম উপজেলার খন্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ৩ এপ্রিলে বক্সমাহমুদ বাজারের রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলারও আসামি সে।

পুলিশ জানায়, ওই ছাত্রলীগকর্মী রাস্তার ওপর দাঁড়িয়ে রাজনৈতিক গান (‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’) দিয়ে টিকটক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে।

তার বাবা জানান, তার ছেলে কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। শুধু জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানে টিকটক করে ফেসবুকে পোস্ট করায় পুলিশ গ্রেফতার করে।

পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেফতার তরুণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া সে রাজনৈতিক সংঘর্ষে ঘটনায় দায়ের করা মামলারও আসামি।

আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।