গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৫

গাজীপুর সদরে মশার কয়েল তৈরির কারখানায় কেমিক্যালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘের বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে উপবন ফিলিং স্টেশনের সংলগ্ন এ কারখানায় আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটসহ স্থানীয় হাজী নূরুল ইসলাম মডেল অ্যাকাডেমির শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

মো. আমিনুল ইসলাম/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।