ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগোনিউজকে জানান, রাত ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সরাইল-বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া সদরগামী একটি ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় যানবাহনের পাঁচ আরোহী আহত হন। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর