কলারোয়ায় ছয়টি সোনার বারসহ আটক ১
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে ছয় পিস সোনার বারসহ চোরাকারবারী আফতাবুজ্জামানকে আটক করেছে বিজিবি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
বিজিবির কাকডাঙ্গা বিওপির কমান্ডার বেল্লাল হোসেন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে কেড়াগাছি ইউনিয়নের চারাবটতলা গ্রামের আবুল মন্ডলের ছেলে চোরাকারবারী আফতাবুজ্জামানকে আটক করা হয়েছে। তার দেহ তল্লাশি করে ছয় পিস সোনার বার উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/পিআর