সাতক্ষীরায় সাড়ে ৬ কোটি টাকার তক্ষক উদ্ধার
সাতক্ষীরার সীমান্ত গাড়াখালী পোস্ট এলাকা থেকে পরিত্যক্ত একটি ব্যাগের মধ্যে থেকে ১১টি বাংলাদেশি তক্ষক সাপ উদ্ধার করেছে বিজিবি। কাকডাংগা বিওপির নায়েক সুবেদার বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল তক্ষকগুলো উদ্ধার করে।
৩৮-বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী রোববার বিকলে জানান, উদ্ধারকৃত তক্ষকগুলোর মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা। উদ্ধারের পর সেগুলো খুলনা বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।
আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি