ডাক্তারের ভুল চিকিৎসায় প্রাণ গেল শিশুর


প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৬ জুন ২০১৬

সাতক্ষীরার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সাব অ্যাসিটেন্ট মেডিকেল অফিসার সাকিল হোসেনের ভুল চিকিৎসায় শিশু জুবায়ের হোসেনের (৬) মৃত্যু হয়েছে। শিশুটি শংকরকাটি গ্রামের রাজগুল ইসলামের ছেলে।
 
শিশুটির বাবা রাজগুল ইসলাম জানান, ছেলের জ্বর হলে ১৬ জুন শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডা. সাকিল দেখেন। তার কথামত ব্লাড টেস্ট করার পর তিনি বলেন টাইফয়েড জ্বর হয়েছে। সে অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করে প্রেসক্রিপশন দেন। প্রেসিক্রিপশন অনুযায়ী ছেলেকে ওষুধ খাওয়ানো হলে শরীরে ফোসকা উঠে যায়।

দুই দিনের মধ্যে শরীরের চামড়া কালো হয়ে যায়। অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি। সেখানেও অবস্থার উন্নতি না হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দায়িত্বরত ডাক্তার ছেলেকে ভর্তি করেননি।

তারপর খুলনা শিশু হাসপাতালে নিয়ে গেলেও সেখানে ভর্তি না করায় নিরুপায় হয়ে খুলনার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করি। ভর্তির ৪দিন পর শুক্রবার জুবায়েরের মৃত্যু হয়। তিনি তার সন্তান হারানোর জন্য ডাক্তার সাকিলের বিচার দাবি করেন।
 
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জাগো নিউজকে জানান, এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 
তবে এ বিষয়ে ডাক্তার সাকিলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া সম্ভব হয়নি।
    
আকরামুল ইসলাম/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।