কক্সবাজার পুলিশ সুপার

এসপি-ওসি নতুন হলে অপরাধীরা সুযোগ নেয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৪১ এএম, ১১ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেছেন, যেখানে এসপি নতুন- ওসি নতুন সেখানে অপরাধীরা একটু সুযোগ নেয়। নতুন হিসেবে আমরা কাউকে চিনি না, তিন মাস সময় দেন সব অপরাধীদের নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কক্সবাজার জেলা পুলিশের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় জেলা শহরের সাম্প্রতিক নানা অপরাধ বিষয়ে নিয়ে তিনি এ কথা বলেন।

তবে এসপি এবং ৯ থানার ওসি নতুন হলেও একাধিক অতিরিক্ত পুলিশ সুপার, প্রায় প্রতিটি থানার পরিদর্শক তদন্ত-অপারেশন, উপ-পরিদর্শকসহ অন্যান্য অফিসারগণ পুরোনো হয়েও কেন অপরাধ বাড়ছে এমন পাল্টা প্রশ্ন এড়িয়ে যান এসপি।

এসপি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ এন এম সাজেদুর রহমান বলেন, আমাদের টার্গেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনটা ইউনিকভাবে সম্পন্ন করা। অতীতে কী হয়েছে তা মাথায় না রেখে সামনে বিশ্বময় গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতেই দেশের সব প্রশাসন তৈরি হচ্ছে। সবার সহযোগিতায় আমরা উৎসবমুখর একটি নির্বাচন উপস্থাপন করতে পারবো বলে আশা করছি।

এসপি সাজেদুর রহমান বলেন, ভৌগোলিকভাবে কক্সবাজার একটি বৈচিত্র্যময় জেলা। মানবিক কারণে এখানে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা আশ্রয় পেয়েছেন। তাদের বিষয়ে এপিবিএন’র ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ হয়েছে। পর্যটন এলাকা হিসেবে এখানে নানা ধরণের লোকজন আসেন। সবকিছু মাথায় রেখেই আমরা নিজেদের সক্ষমতা তৈরি করছি।

পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এসপি। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ, করণীয় এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।