সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫
ডাকসু ভিপি সাদিক কায়েম/ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুরুত্বপূর্ণ বিষয়ে সাক্ষ্য দিতে তিনি ট্রাইব্যুনালে আসেন।

ডাকসুর ভিপির সঙ্গে রয়েছেন ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

ট্রাইব্যুনালে এসে ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, আমরা আজ আমাদের জুলাই বিপ্লবের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের রক্তাক্ত করেছিল, বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট মাকসুদ কামালের প্রশাসন তাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য দিতে এসেছি।

তিনি বলেন, আপনারা জানেন ২০২৪ সালের ১৫ জুলাই খুনি হাসিনার নির্দেশে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল, বহিরাগত নিয়ে এসে আমাদের ভাইবোনদের মেরে রক্তাক্ত করেছিল।

ডাকসু ভিপি আরও বলেন, আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, সেই হাসপাতালেও যুবলীগের সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী আমাদের ওপর দফায় দফায় হামলা করেছিল। পরে ১৬ জুলাই আমরা যখন শহীদ মিনারে প্রোগ্রাম করছিলাম সেখানে হামলা করেছিল। এরপর ১৭ জুলাই গায়েবানা জানাজা যখন হচ্ছিল সেখানে হামলা করেছিল, পরে ক্যাম্পাস বন্ধ করে দিয়েছিল।

ভিপি সাদিক বলন, তো এই যে খুনি হাসিনার প্রশাসন, যাদের ইন্ধনে আমাদের ভাইবোনদের শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে আজ আমরা সাক্ষী দিতে এসেছি। তো আমরা সাক্ষ্য দেওয়ার পরে বিস্তারিত আপনাদের ব্রিফ করবো।

এফএইচ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।