গরু পালন করে স্বাবলম্বী আবু বকর


প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৭ জুন ২০১৬

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামের আবু বকর ওরফে ঝড়ু মন্ডল। গরুর খামার করে তিনি ইতোমধ্যে গ্রামে সাড়া ফেলেছেন।

প্রতিবেশী ইসলাম উদ্দিন জানান, ২০ বছর আগেও তিনি ভূমিহীন ছিলেন। পরের ক্ষেতে কামলার কাজ করতেন। একবেলা খাওয়া হতো তো অন্যবেলা না খেয়ে থাকতে হতো। কিন্তু এখন তিনি ২৪টি গরু ও ৮ বিঘা সম্পত্তির মালিক।

আবু বকরের স্ত্রী বেগম জানান, আমাদের দুই ছেলে ও এক মেয়ে। এক সময় খুব কষ্ট করেছি। না খেয়ে থাকতাম। প্রতি বছর কুরবানির ঈদে গরু বিক্রি করে সেই টাকাতে চলে আমাদের সংসার।

Jhoru-Mondo

তিনি আরও বলেন, গরু পালন করে আজ আমার সংসারে আছে ৩০/৩৫টা গরু। গোয়ালঘর, ৪ রুমের একটা বাড়ি, আলাদা রান্না ঘর,  ৮টা ছাগল, কবুতর, হাস-মুরগি। মেয়ের বিয়ে দিয়েছি, বড় ছেলেও বিয়ে করেছে।

আবু বকর জানান, আজ থেকে ২০ বছর আগে একটা গরু দিয়ে খামার শুরু করি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
আমি এখন গরুর সঙ্গে ছাগল পালনের কথা চিন্তা করছি। আমার ছেলেরা আমাকে সাহায্য করে। আমিই মাঠে গরু চরাতে যায়। এখন প্রতি বছরই খামার থেকে ২০টি গরু বিক্রি করে সংসারের প্রয়োজন মেটানো হয়।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।