সাতক্ষীরায় ২৮ লাখ টাকার মধু জব্দ


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৭ জুন ২০১৬

সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৯৫ হাজার ৫শ টাকা মূল্যের বাংলাদেশি মধু জব্দ করেছে বিজিবি। ৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী সোমবার বিকেল ৪টায় এ তথ্য জানিয়েছেন।

হাবিলদার আবুল বাশারের নেতৃত্বে একটি টহল দল ডোমরা রাশেদা স্কুলের সামনে থেকে এ মধু জব্দ করে। তবে এ সময় কোনো চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি। ধারণা করা হচ্ছে মধুগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী জানান, জব্দকৃত মধুর ওজন ৫ হাজার ৫৯৩ কেজি। জব্দকৃত মধু সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

আকরামুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।