রাজবাড়ীতে ৭টি গাঁজা গাছ উদ্ধার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গুনপাড়া গ্রামের একটি আখক্ষেত থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার বিকেলে গাছগুলো উদ্ধার করা হয়।
বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অঙ্কুর ভট্টাচার্য্, এসআই ফজলুল হক ও এএসআই কিরণ চন্দ্র মনণ্ডল ফোর্স নিয়ে নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গুনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন।
এ সময় বাজু সরদারের ছেলে আলেম সরদারের আখক্ষেত থেকে বিশাল আকৃতির ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রুবেলুর রহমান/এফএ/পিআর