সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ২
সাতক্ষীরা থেকে ঢাকাগামী একে ট্রাভেলস পরিবহনে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে শহরের তুফান কোম্পানির মোড় থেকে তাদের আটক করে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- কলারোয়া উপজেলার গয়ড়া চন্দনপুর এলাকার হযরত আলীর ছেলে কুরবান আলী ও দেবহাটা উপজেলার খাসখামার গ্রামের আকরাম গাজীর ছেলে আনিসুর রহমান।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ঢাকাগামী একে ট্রাভেলস পরিবহনের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫৬৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আকরামুল ইসলাম/এআরএ/পিআর