সাতক্ষীরায় সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৯ জুন ২০১৬

সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে কাকডাংগা, ঝাউডাংগা, হিজলদী, ভোমরা, কুশখালী, পদ্মশাখরা, মাদরা এবং তলুইগাছা সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

৩৮ বিজিবি জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী জানান, চোরাচালানের সময় ৩৬০টি ভারতীয় শাড়ি, ২৯টি ভারতীয় থ্রি-পিচ, ১০টি ভারতীয় বাইসাইকেল, ৯০ কেজি ভারতীয় জিরা, ৯৯ কেজি ভারতীয় কিসমিস, ৫৫ কেজি বাংলাদেশি সুপারি, ১৮৭ জোড়া ভারতীয় জুতা, ১০ হাজার পিচ ভারতীয় শ্যাম্পু, ৪৪টি ভারতীয় টায়ার টিউব, ২৯০ প্যাকেট ভারতীয় বাজি ও ১০টি ভারতীয় বাচ্চাদের ড্রেস উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত এসব মালামালের মূল্য ১৭ লাখ ৬৯ হাজার ৩০০ টাকা। মালামালগুলো কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।