জয়পুরহাটে দুইশ বছরের খেলার মাঠ দখলের অভিযোগ


প্রকাশিত: ০৪:০৩ এএম, ০৩ জুলাই ২০১৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রত্যন্ত এলাকা রোয়ার গ্রামে প্রায় দুইশ বছরের পুরনো একটি খেলার মাঠ একই গ্রামের একটি প্রভাবশালী পরিবার দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে জানা গেছে, জয়পুরহাট জেলা শহর থেকে প্রায় ১৭/১৮ কিলোমিটার দক্ষিণে ও আক্কেলপুর উপজেলা শহর থেকে প্রায় ২/৩ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত রোয়ার গ্রাম। জনশ্রুতি অনুসারে এই প্রত্যন্ত গ্রামে প্রায় ২০০ বছর পূর্বে চির নিদ্রায় শায়িত হয়েছেন হযরত শাহ্ সুফি সেকেন্দার আলী (রঃ) নামে এক কামেল ব্যক্তি।

বর্তমানে এখানে তার মাজারও অবস্থিত। এলাকার সর্ব সাধারণের কাছে তিনি শাহ সেকেন্দার পীর বলে পরিচিত। পীর কেবলা সেকেন্দার শাহ্ জীবদ্দশায় তার ভক্ত-মুরিদগণ ওই পীরের ধর্মীয় আচার-অনুষ্ঠানাদি সুষ্ঠুভাবে পালনের জন্য প্রায় সাড়ে ১২ বিঘা জমি দান করে যান, যা পীরত্ব সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তি বলে জানা গেছে।

সেই থেকে এই মাঠে বাৎসরিক ওরস, মিলাদ মাহফিল ও ইছালে ছওয়াব অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়া প্রতি বছরেই এখানে স্থানীয়দের উদ্যোগে ফুটবল, কাবাডি, ক্রিকেট, ভলিবলসহ নানা ধরনের বার্ষিক খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে। আর বছরের অন্যান্য সময়গুলোতে গ্রামীন জনপদের শিশু-কিশোরদের জন্য এই মাঠটি উন্মুক্ত থাকে।

কিন্তু প্রায় ২০০ বছর পর হঠাৎ করে একই গ্রামের মীর কামরুজ্জামানের ছেলে প্রভাবশালী আতিকুজ্জামান মুন নামের এক ব্যক্তি তার ক্যাডার বাহিনী দিয়ে মাঠটি জবর দখল করে সেখানে কলা গাছ রোপন করে এবং মাঠটি বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে। এই প্রভাবশালী ব্যাক্তির এমন ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ডে হতবুদ্ধি হয়ে পড়েছেন ক্রীড়ামোদী শিশু-কিশোর, পীর ভক্তসহ ধর্মপ্রাণ সাধারণ মানুষ।

রোয়ার গ্রামের সরদারপাড়ার শাহ্ জামাল, বিলপাড়ার রিপন মিয়া, পশ্চিম পাড়ার শহিদুল ইসলামসহ অনেক গ্রামবাসী এমন মন্তব্য করে বলেন, পীরত্ব সম্পত্তির এই মাঠে শত শত বছর ধরে ধর্মীয় আচার অনুষ্ঠানাদীসহ অন্যান্য সময়গুলোতে খেলাধুলা হয়ে আসছে। এখন মুন নামের প্রভাবশালী ব্যক্তি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মাঠটি দখল করে নেওয়ার পাঁয়তারা করছে।

এ ঘটনায় গ্রামের সকল মানুষ ক্ষুব্ধ হয়ে ওই দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণসহ তার কবল থেকে খেলার মাঠটি উদ্ধারের জন্য গণস্বাক্ষর দেন এবং এ ব্যাপারে তারা জেলা ও পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দেন।

তবে এ ব্যাপারে অভিযুক্ত আতিকুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ঘটনার সত্যতা শিকার করে আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

রাশেদুজ্জামান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।