চট্টগ্রামে চলছে বিএনপির হরতাল


প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৫ জানুয়ারি ২০১৫

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় বিএনপির ডাকে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। উত্তর জেলা বিএনপির আহবায়ক লায়ন আসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

উত্তর জেলা যুবদল ও ছাত্রদল সোমবার রাত ৯টার দিকে হরতালের ঘোষণা দেয়। এরপর চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলায় হরতালের ডাক দেয় বিএনপি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারী মো. মারুফ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।