চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে তিন ভাইকে হত্যার হুমকি


প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৪ জুলাই ২০১৬

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হাতে লেখা চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে তিন ভাইকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

ব্রহ্মরাজপুর বড়খামার গ্রামের মৃত. আব্দুর রশিদ গাজীর ছেলে ও শহরের নিউ মার্কেট এলাকার অন্তর মাল্টিমিডিয়া অ্যান্ড কম্পিউটারের পরিচালক তুহিন খান জানান, ব্রহ্মরাজপুর বাজারের গাজী মার্কেটের দ্বিতীয় তলায় তিনি বসবাস করেন।

সোমবার রাতের কোনো এক সময়ে দ্বিতীয় তলার দরজার গ্রিলের মুখে দুর্বৃত্তরা একটি সাদা খামের মধ্যে এক টুকরা সাদা কাপড় ও হাতে লেখা একটি চিঠি রেখে যায়। সকালে আমার স্ত্রী দরজা খুলে চিঠিটি দেখতে পায়।

চিঠিতে লেখা রয়েছে, পৌঁছে দিবো শেষ ঠিকানায় সময় তোর শেষ, নাস্তিকের বাচ্চা, নাস্তিকের দল, পুলিশের দালালি করিস, ২০০৮ সালে ৩০ শে ডিসেম্বর তুই পতাকা উড়িয়ে বলেছিলি আজ সাতক্ষীরা স্বাধীন হয়েছে, ৫ জানুয়ারি তোরা সবাই ভোট দিছিস উপজেলা নির্বাচনে বাবুর পক্ষে, ঘর দিছিস (নির্বাচনী প্রচারণা করার জন্য), মানুষের নামে মামলা দিছিস তোদের দিন শেষ, তোদের মৃত্যু ঘোষণা করলাম।

চিঠির শেষাংশে তুহিন, মিঠু ও বাবু (তিন ভাই) এর নামের উপর ক্রস চিহ্ন দেয়া রয়েছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।