নোয়াখালীতে তাজা কার্তুজসহ যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬

নোয়াখালীর চাটখিলে দুটি তাজা কর্তুজসহ মো. নাঈম ইসলাম (৩২) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে চাটখিল পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. নাঈম ইসলাম ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি চাটখিল পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চাটখিল পাঁচগাও ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. নাঈম ইসলামকে দুটি তাজা কার্তুজসহ আটক করা হয়। পরে তাকে চাটখিল থানায় দেওয়া হয়েছে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতনা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আদালতে পাঠানোর পর বিচারক কারাগারে পাঠিয়েছেন।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।