সুনামগঞ্জে সেনাবাহিনীর হাতে মাদকসহ পুলিশ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ৩১ জানুয়ারি ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশায় ১৯ পিস ইয়াবা ও হেরোইনসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার সঙ্গে থাকা এক মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মধ্যনগর থানার পুলিশ সদস্য ও শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের বাসিন্দা সম্রাট আলী (২৯) ও মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্টু সরকারের ছেলে সুমন চন্দ্র সরকার (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার শরিশ্যাম গ্রামে সেনাবাহিনী ও পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত পুলিশ সদস্য সম্রাট আলী ও মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকারের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ১ পুরিয়া হিরোইন বিক্রির হিসাব রেজিস্টার, ২টি হিরোইন মাপার মেশিন, নগদ টাকা, ৪টি মোবাইল ফোন ও ২ টি মোটরসাইকেল জব্দ করা হয় ।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি তদন্ত) মো. ইমাম হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

লিপসন আহমেদ/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।