সেফটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার
বগুড়ায় নিখোঁজের সাড়ে সাত মাস পর সেফটিক ট্যাঙ্ক থেকে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সদর উপজেলার গোকুল ঈদগাহ মাঠের পশ্চিমে সোহরার্দ্দীর বাড়ির বাইরের সেফটিক ট্যাঙ্কের মধ্যে থেকে হাড়-গোড়সহ কঙ্কালটি উদ্ধার করা হয়।
নিহত গোলাম রসুল (১৮) শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থান এলাকার মিঠু মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বছরের ২৮ নভেম্বর গোলাম রসুল বগুড়া থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে বাবা মিঠু মোল্লা গত ৫ ডিসেম্বর শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ডায়েরির সূত্র ধরে তদন্ত করতে গিয়ে পুলিশ রোববার বিকেলে সদরের পলাশবাড়ি গ্রামের ভুট্টো মিয়ার ছেলে আল আমিনকে (১৮) আটক করে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পর তার স্বীকারোক্তি মোতাবেক ওই স্থান থেকে গোলাম রসুলের মরদেহ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার এসআই বাশির আহমেদ জানান, কঙ্কালটি গোলাম রসুলের কিনা তা নিশ্চিত হবার জন্য সোমবার আদালতের মাধ্যমে ডিএনএ পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এআরএ/এবিএস