সাতক্ষীরায় মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ১১ জুলাই ২০১৬

সাতক্ষীরায় পুলিশের গুলিতে জাহাঙ্গীর আলম (২২) নামে এক মাদক ব্যাবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোরে শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জাহাঙ্গীর মধুমোল্লারডাঙ্গী গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা (এসআই) কামাল হোসেন জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পাইক দেলোয়ারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে আক্রমণ করে কয়েকটি বোমার বিষ্ফোরণ ঘটায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে এক মাদক ব্যবসায়ী আহত হয়। অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

আহতের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা, দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আহত মাদক ব্যবসায়ীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।