ভাষাসৈনিক মির শহীদ মন্ডলের দাফন সম্পন্ন


প্রকাশিত: ১০:৪১ এএম, ১১ জুলাই ২০১৬

জয়পুরহাটের ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবীদ মির শহীদ মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির পক্ষ থেকে তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এরপর বেলা ১১টায় কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা এবং পাঁচবিবি এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সর্বজনের শ্রদ্ধা শেষে বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ বাড়ি পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মার্যাদায় পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

উল্লেখ্য, জয়পুরহাট জেলা ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মির শহীদ মন্ডল রোববার বিকেল সাড়ে ৪টায় ঢাকা সম্মিলিতি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

রাশেদুজ্জামান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।