সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার


প্রকাশিত: ০৬:৫২ এএম, ১২ জুলাই ২০১৬
ফাইল ছবি

সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদরের লাবসা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলীমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের মিলবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আটক বিএনপি নেতার ছেলে শাহিনুর রহমান জাগো নিউজকে বলেন, বাবা ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন। অজ্ঞাত কারণে শহরের মিলবাজার এলাকা থেকে তাকে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুলে নিয়ে গেছেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।