জঙ্গি দমন যুদ্ধে খালেদা ফেল করলেন : ইনু


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১২ জুলাই ২০১৬

জঙ্গি দমনের যুদ্ধের অগ্নি পরীক্ষায় বিএনপি নেত্রী খালেদা জিয়া এবারো ফেল করলেন। তার অবস্থা কি হবে তা ভবিষ্যতই বলে দিবে। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল লতিফ পশারী ববি প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমনে খালেদা জিয়া তার অবস্থানে ব্যর্থ হয়েছে। এই যুদ্ধে মাঝামাঝি বলে কোনো পক্ষ নেই। তিনি (খালেদা জিয়া) জাতীয় ঐক্যের কথা বলেন, কিন্তু জামায়াতের সঙ্গে সঙ্গ বাদ দিয়ে ঐক্যের কথা বলতে হবে। জঙ্গির সঙ্গী খালেদা জিয়া তার অবস্থান ত্যাগ যদি না করেন তা হলে তাকেও রেহাই দেয়া হবে না।

তথ্যমন্ত্রী আরো বলেন, গুলশান ও শোলাকিয়ার পর কঠিন অগ্নিপরীক্ষার মধ্যে রয়েছি আমরা। যারা ওই হামলা করেছিল তারা সরকার উৎখাতের চক্রান্ত করেছিল। ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। যারা নারীর গায়ে হাত দেয়, শিশুর গায়ে হাত দেয় তাদের ধ্বংস করা ছাড়া কোনো উপায় নেই। জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ১৪ দল প্রমাণ করলো তারা দেশ প্রেমিক।

তিনি বলেন, জঙ্গিবাদ ও গণতন্ত্র পরস্পর বিরোধী, জঙ্গিবাদ মানে গণতন্ত্রের উপর হামলা। আর গণতন্ত্রের উপর হামলা মানেই গণমাধ্যমের উপর হামলা। নির্বাচিত সরকারের বদলে তালেবানী জঙ্গি সরকার আনার চেষ্টা করা হবে দুঃখজনক।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জঙ্গি দমনে জন্য অনুসন্ধানী রিপোর্ট করবেন। কিন্তু মনে রাখবেন এমন কোনো রিপোর্ট করবেন না যাতে জঙ্গি পালিয়ে যায়। উস্কানিমূলক না হয়। বিবেক দিয়ে লিখে জঙ্গিবাদকে কোণঠাসা করুন।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।