বগুড়ায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় কামাল প্রাং (৩২) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুল মান্নান বুধবার বিকেলে এই রায় দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৫ সেপ্টেম্বর রাতে সোনাতলা উপজেলার ঝিনারপাড়া গ্রামের কামাল একই গ্রামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার বাসায় ঢুকে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় স্কুলছাত্রী বাসায় একাই ছিল।
পরে আশপাশের লোকজন ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর তার বাবা আব্দুল হামিদ বাদী হয়ে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন।
মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের (১) পিপি নরেশ মুখার্জি। তাকে সহযোগিতা করেন এপিপি অ্যাড. আশরাফুনাহার স্বপ্না ও আরাফাতজ্জামান নীলা। আসামিপক্ষে ছিলেন অ্যাড. সৈয়দ আলী, শিপন আলী ও জিসুল হক।
এআরএ/এমএস