মাকে হত্যার ঘটনায় দুই ছেলের বিরুদ্ধে মামলা
বগুড়ার ধুনট উপজেলায় মা ছানোয়ারা খাতুনকে (৪৫) হত্যার ঘটনায় তার দুই ছেলে আনোয়ার হোসেন (২৪) ও জুয়েল রানার (১৬) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে নিহতের বাবা আকরাম হোসেন বাদী হয়ে ধুনট থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধুনট উপজেলার বালুয়াপাড়া গ্রামের মোকছেদ আলীর স্ত্রী ছানোয়ারা খাতুন মঙ্গলবার দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে নিহত হন। ঘটনার পর থেকে ঘাতক ছেলেরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
এআরএ/এমএস