চিরিরবন্দরে গণপিটুনিতে ডাকাত নিহত


প্রকাশিত: ০৬:৩১ এএম, ১৪ জুলাই ২০১৬

দিনাজপুরের চিরিরববন্দরে গণপিটুনিতে মো. আজিজুল ইসলাম কালা (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মাহবুব (৪০) নামে আরও এক ডাকাত আহত হয়েছেন।

বুধবার রাত ১২টায় উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের আলোকডিহি গ্রামের মো. ফজ মিয়ার ছেলে। আহত মাহবুব নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার জাহানাবাদ গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

ইউসুফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন জানান, বুধবার গভীর রাতে একদল ডাকাত ইউসুফপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী তাদের ঘেরাও করে। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে গণপিটুনিতে একজন নিহত এবং একজন আহত হন।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে নিহত ডাকাত মো. আজিজুল ইসলাম ওরফে কালার মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং আহত ডাকাত মো. মাহাবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত আজিজুল আন্তঃজেলা কুখ্যাত ডাকাত দলের সরদার। তার নামে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।