সাতক্ষীরায় ফেনসিডিলসহ চোরাকারবারি আটক


প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৪ জুলাই ২০১৬

সাতক্ষীরায় ভারতীয় ফেনসিডিলসহ চোরাকারবারি শহিদুল ইসলামকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কাকডাংগা সীমান্তের বাঘাডাংগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি গোবিন্দকাটি গ্রামের জাহাবক্স গাজীর ছেলে।

৩৮ বিজিবির গণসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. হাবিবুল্লাহ আল বাকী জাগো নিউজকে জানান, ভারতীয় ফেনসিডিলসহ শহিদুল ইসলামকে আটক ও পৃথক আরেকটি অভিযান চালিয়ে কুশখালি বিওপির নটিজঙ্গল এলাকা থেকে ২৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত ফেনসিডিলের মূল্য এক লাখ বিশ হাজার ৮০০ টাকা। আটকদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আকরামুল ইসলাম/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।