সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে শিক্ষকের বাড়িতে ডাকাতি


প্রকাশিত: ০৬:১৬ এএম, ১৫ জুলাই ২০১৬

সাতক্ষীরা শহরের আলিয়া মাদরাসা এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে কুমিরা মহিলা কলেজের শিক্ষক আব্দুল হামিদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

শিক্ষক আব্দুল হামিদ জানান, ৮/১০ জনের সশস্ত্র ডাকাত দল কলাপসিবল গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। পুলিশের কথা শুনে দরজা খুলে দেই। এরপর ডাকাতরা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। তারপর স্ত্রীকেও ডাকাতরা বেঁধে ফেলে। ডাকাতরা ঘরের আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছি।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।