বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৫ জুলাই ২০১৬

বগুড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশা চালক জিয়ার (২২) পরিচয় জানা গেছে। তার বাড়ি বগুড়ার মাদলা এলাকায়।

শুক্রবার রাত ৮টার দিকে বগুড়ার ২য় বাইপাস সড়ক সাতগ্রাম এলাকার পূর্বাচল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানা পুলিশের ওসি আসলাম আলী জানান, রাত ৮টার দিকে শহরের পূর্বাচল ফিলিং স্টেশনের সামনে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। গাড়িটি আটক করে থানায় নেয়া হয়েছে।

লিমন বাসার/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।