জয়পুরহাটে নাশকতা মামলায় ইমাম গ্রেফতার
নাশকতা মামলার পলাতক আসামি জয়পুরহাট শহরের মণ্ডলপাড়া জামে মসজিদের ইমাম মওলানা কামরুজ্জামানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তাকে সদর উপজেলার হালট্টি গ্রাম থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার কামরুজ্জামান একই উপজেলার তুলাট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, কামরুজ্জামান নাশকতা মামলার তালিকাভুক্ত আসামি।
বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল অবরোধ চলাকালে বাস-ট্রাকে আগুন, রেল লাইন পোরানোসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটে। এসব মামলার এজহারভুক্ত আসামি হয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রাশেদুজ্জামান/একে