এমপির মেয়েকে যৌন নির্যাতন : ছাত্রলীগ নেতার কারাদণ্ড
প্রতীকী ছবি
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্যের মেয়েকে যৌন নির্যাতনের দায়ে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটার পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এ আদেশ দেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে যৌন নির্যাতনকারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন অভিযুক্ত আশিকুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরামুল ইসলাম/এফএ/এমএস