বগুড়ায় যৌথবাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলছে


প্রকাশিত: ০৪:৪২ এএম, ১৮ জুলাই ২০১৬

বগুড়ার দুই উপজেলায় র‌্যাব, পুলিশ ও বিজিবির জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চলছে। সোমবার ভোর থেকে র‌্যাবের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে।

 জানা গেছে, জেলার সারিয়াকান্দি উপজেলার ট্যাংরাকুটা নামক প্রত্যন্ত চরাঞ্চলে এবং ধুনট উপজেলার নীমগাছি নামক এলাকায় এ অভিযান পরিচালিত হচ্ছে।

র‌্যাব-১২ এর অধিনায়ক (সিও) মো. শাহাবুদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এসব প্রত্যন্ত অঞ্চলে জঙ্গিদের আস্তানা রয়েছে বলে এলাকাবাসী তাদের জানিয়েছে। এছাড়া এ অভিযানে এলাকাবাসী তাদের সহযোগিতা করছে। 

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।