মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই খুন


প্রকাশিত: ১১:০৬ এএম, ২১ জুলাই ২০১৬

বগুড়ার শিবগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই খুন হয়েছেন। এ ঘটনায় ছুরিকাঘাতে আরো দুইজন আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ (কাজিটোলা) গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানার পাশে হাঁটার রাস্তা নিয়ে বাদলের সঙ্গে তার মামাতো ভাই রায়হান আলীর বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার গভীর রাতে দুজন বিরোধে জড়িয়ে পড়েন। এসময় রায়হান উত্তেজিত হয়ে বাদলকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করতে গেলে রায়হানের ছুরিকাঘাতে বাদলের ছোট ভাই বুলবুল (২০) ও তার চাচা বেলাল (২৫) আহত হন। এরপর প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় বাদল মারা যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অপর দুজনকে বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে পুলিশ রায়হান (৩০) ও তার স্ত্রী ময়না খাতুনকে (২৫) গ্রেফতার করে।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে রায়হানের ছুরিকাঘাতে বাদল খুন হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।