কাহারোলে বজ্রপাতে নারী শ্রমিক নিহত


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২১ জুলাই ২০১৬
প্রতীকী ছবি

দিনাজপুরের কাহারোল বজ্রপাতে সুচিত্রা রাণী (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত সুচিত্রা রাণী কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ ধর্মঘট গ্রামের নবীন চন্দ্র রায়ের স্ত্রী।

বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ ধর্মঘট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সুকুমার রায় জানান, রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ ধর্মঘট গ্রামে বিকেলে নবীন চন্দ্র রায়ের স্ত্রী রুচিত্রা রাণীসহ ১০ নারী শ্রমিক বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপা করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে শুরু হয়। একপর্যায়ে বজ্রঘাতেসুচিত্রা রাণী ঘটনাস্থলেই মারা যান।

কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে সুচিত্রা রাণীর মৃত্যু হলেও অন্যরা সুস্থ রয়েছেন।

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।