খানসামায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২১ জুলাই ২০১৬

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের প্রধান প্রধান বেশ কয়েকটি সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রসাশন। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পাকেরহাটের শাপলা চত্বর ও আশপাশের এলাকা এবং পাকেরহাট রানীরবন্দর সড়কের দুপাশে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেবুর রহমান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেবুর রহমান বলেন, সম্প্রতি বাজারের আশপাশের রাস্তার দুই দিকে সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়েছে। ওই নির্দেশনার পরও যারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি অভিযানে তাদের স্থাপনা ভেঙে দেয়া হয়েছে।

প্রায় ৪ ঘন্টাব্যাপি এই অবৈধ উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ও রাস্তা দখল করে যত্রতত্র রাখার অপরাধে দুই জন ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্র্যমমাণ আদালত।

এমদাদুল হক মিলন/এএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।