নিখোঁজের ৪ বছর পর সন্তানের জন্য বাবার জিডি


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২২ জুলাই ২০১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে চার বছর ধরে নিখোঁজ রয়েছেন আব্দুল ওয়াদুদ মানিক (২০)। সম্প্রতি সরকারের জঙ্গি দমনে নিখোঁজদের সন্ধানে নেমেছে পুলিশ। এমন পেক্ষাপটে দিনাজপুরের ফুলবাড়ীর বাবা আব্দুল জলিল নিখোঁজ ছেলের সন্ধানে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-৮৯২।

নিখোঁজ মানিক উপজেলার বেতদিঘী ইউনিয়নের নন্দলালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

আব্দুল জলিল জানান, ২০১১ সালে এসএসসি পাস করার পর পারিবারিক কলহের কারণে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর ফেরেনি এবং পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগও নেই। এরই মধ্যে পুলিশের নিখোঁজ তল্লাশি করতে গেলে পরিবারের কথা চিন্তা করে গত ২০ জুলাই জিডি করেন আব্দুল জলিল।

ফুলবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী বলেন, পরিবার থেকে নিখোঁজ হওয়া যুবকেরা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ কারণে সারাদেশে নিখোঁজদের তালিকা তৈরি করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ীতেও নিখোঁজদের সন্ধান করা হচ্ছে। সেই তল্লাশির মুখে পড়েন আব্দুল জলিল। তার ছেলে আব্দুল ওয়াদুদ মানিক দীর্ঘ চার বছর থেকে নিখোঁজ রয়েছে।

তিনি আরো জানান, পুলিশ তার ছেলের কথা জিজ্ঞাসাবাদ করলে আব্দুল জলিল বলেন, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এ কারণে আবুদল জলিল গত ২০ জুলাই ফুলবাড়ী থানায় এই নিখোঁজ জিডি করেন।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।