খানসামায় দুই হাজার মিটার জাল জব্দ ও জরিমানা
দিনাজপুর জেলার খানসামা উপজেলায় মাছ ধরার কারেন্ট জাল জব্দসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেবুর রহমাননের নেতৃত্বে উপজেলার পাকেরহাট বাজারে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী জাল বিক্রেতাকে আব্দুস সামাদকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
জব্দকৃত জাল পরে পাকেরহাট বাজারেই আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় খানসামা উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না দাস, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কৃষ্ণ সরকার, এএসআই নূর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি