সীমান্ত সম্মেলনে যোগ দিতে ত্রিপুরায় বিজিবি প্রতিনিধি দল


প্রকাশিত: ০৭:১৮ এএম, ২৪ জুলাই ২০১৬

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব আঞ্চলিক সদর দফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিমের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ২০ সদস্যের প্রতিনিধি দলটি আগরতলায় প্রবেশ করে।

এ সময় বিজিবির প্রতিনিধি দলের প্রতিটি সদস্যকে আখউড়া-আাগরতলা সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

BGB

সীমান্ত সম্মেলনের ব্যাপারে জানতে চাইলে ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী সাংবাদিকদের বলেন, ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত আগরতলালয় দু’দেশের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সীমান্তের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হবে। এ সীমান্ত সম্মেলনের মাধ্যমে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

বিজিবির প্রতিনিধি দলে আরো রয়েছেন- বিজিবি সদর দফতরের স্টাফ অফিসার খন্দকার ফরিদ হাসান, উত্তর-পূর্ব আঞ্চলিক সদর দফতরের (সরাইল) কমান্ডার মো. খালেকুজ্জামান, শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার জাকির হোসেন, রাঙামাটি সেক্টরের কমান্ডার মো. আশরাফুল ইসলাম, কুমিল্লা সেক্টরের কমান্ডার গাজী মো. আহসানুজ্জামান ও ময়মনসিংহ সেক্টরের কমান্ডার মো. শাহরিয়ার রশীদ প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।