রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২


প্রকাশিত: ০৬:০৭ এএম, ১২ জানুয়ারি ২০১৫

রংপুরে বিশেষ অভিযানে বিএনপিকর্মীসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. ফরহাদ জানান, অবরোধসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে কোতয়ালী থানা পুলিশ ৯, পীরগঞ্জে ৭, মিঠাপুকুরে ৬, পীরগাছায় ৪, কাউনিয়া ও গঙ্গাচড়া থানা পুলিশ ৩ জন করে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। এ ছাড়া গাছ কাটা, রাস্তা অবরোধ, মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ডাকাতি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।