কাহারোলে নাশকতা মামলায় গ্রেফতার ৪


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৭ জুলাই ২০১৬

দিনাজপুরের কাহারোল নির্বাচনী কেন্দ্রে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলার চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ২টায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মির্জাপুর শাহাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের মির্জাপুর শাহাপাড়া গ্রামের মো. রহিম উদ্দিনের ছেলে মো. ফিরোজ খান (২৪), একই এলাকার মো. তরিকুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২৬), মো. রহিদুল ইসলামের ছেলে মো. রমজান আলী (৩৬) এবং মো. সিরাজুল ইসলামের ছেলে মো. আল-আমীন (৩২)।
 
কাহারোল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারি  জাতীয় সংসদ নির্বাচনে ভোট চলাকালীন নির্বাচনী কেন্দ্র দখল করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা চালানো হয়। এ অভিযোগে ২০১৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন অফিস কর্তৃক শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

কাহারোল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনছুর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।