আব্দুল্লাহ রাজশাহীতে মাদ্রাসায় লেখাপড়া করতেন


প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২৭ জুলাই ২০১৬

কল্যাণপুরে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে আব্দুল্লাহর (২৮) বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। তিনি রাজশাহীর একটি মাদ্রাসায় পড়ালেখা করতেন বলে জানা গেছে।

আব্দুল্লাহ নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। তার মায়ের নাম মোছা. মোসলেমা খাতুন। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রী।

এ বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আব্দুল্লাহ রাজশাহীতে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। তারা চার ভাই ও দুই বোন।

এমদাদুল হক মিলন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।