নীলফামারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ


প্রকাশিত: ০৭:৫১ এএম, ২৮ জুলাই ২০১৬

নীলফামারীর ডিমলায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ঝুনাগাছ চাপানি পল্লী উন্নয়ন সংস্থা (ফডারেশন) ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে ১০৯টি পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

প্রত্যেক পরিবারের মাঝে সাড়ে ৫ কেজি করে চাল দেয়া হয়।

চাল বিতরণ করেন- ঝুনাগাছ চাপানি ইউনিয়ন চেয়ারম্যা আমিনুর রহমান, পল্লী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মহুবর রহমান, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ রায়, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ আলম মিয়া, সদস্য জমশের আলী, আব্দুস ছাত্তার।

এ সময় আরডিআরএস বাংলাদেশ ডিমলা উপজেলার ঊর্ধ্বতন সামাজিক উন্নয়ন কর্মকর্তা সুমিত্র কুমার সরকার, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।