পদ্মার পানি বিপৎসীমার ১০১ সেন্টিমিটার উপরে


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ৩১ জুলাই ২০১৬
ফাইল ছবি

রাজবাড়ীতে পদ্মার পানি বেড়ে রোববার বিপৎসীমার প্রায় ১০১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবিত হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও বসতবাড়ি। এতে করে ওই সব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়াসহ তারা মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে বাচ্চা-বয়স্ক মানুষ ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন পানিবন্দী এলাকার লোকজন।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে আরো জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মা নদীতে ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধির ফলে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি বৃদ্ধির সঙ্গে প্রবল স্রোত দেখা দেওয়ায় ফেরিঘাট, স্কুলসহ বেশ কিছু বাড়ি ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানসহ বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। তীব্র স্রোতের কারণে জেলার বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গৌরপদ সুত্রধর।

রুবেলুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।