রাজবাড়ীতে পদ্মার পানি বিপৎসীমার উপরে
রাজবাড়ীতে পদ্মা নদীর পানি ১ সেন্টিমিটার কমে সোমবার বিপৎসীমার প্রায় ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পানিবন্দী ওই সব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়াসহ তারা মানবেতর জীবন-যাপন করছেন। বিশেষ করে বাচ্চা, বয়স্ক মানুষ ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন পানিবন্দী এলাকার লোকজন।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে আরো জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মা নদীর পানি ১ সেন্টিমিটার কমে ১০০ সেন্টিমিটারে দাঁড়িয়েছে। এই পানি কমতে শুরু কারার ফলে নদী ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত জেলার স্কুল, মাদরাসা বন্ধসহ হাজার হাজার পরিবারের মানুষ পানিবন্দী অাছে।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গৌরপদ সুত্রধর।
রুবেলুর রহমান/এসএস/আরআইপি